দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার মুকুন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কুদ্দুস (২৫) নামের এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার সহযোগী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, কুদ্দুস বাড়ির পাশে নিজের মৎস্যঘেরে পানির মোটরের তার মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে বাঁচানোর চেষ্টা করলে তার সহযোগী (নাম জানা যায়নি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

এসএমএম/জেআইএম