ভোলা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শওকত হোসেনের (ডালিম) প্রতীকের সমর্থক মো. আবিদ (২৮), মাইনুল (৩০), সোহাগ (২৫), মাসুম (২৪), সাবিদ (১৮), সূচনা (২০), মনির (৩০) এবং আসাদ হোসেন জুম্মানের (উট পাখি) প্রতীকের সমর্থক মো. মহসিন (৩০), বজলু হাওলাদার (৫০), উজ্জল (৩৫), দিপু (৪০), মানছুরের (৩৫) নাম পাওয়া গেছে। আহতরা ভোলা সদর হাসপাতালসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন জানান, সকাল থেকে আমার সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছিলেন। ওই সময় আমার প্রতিপক্ষ আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা উসকানীমূলক কথা বলে সংর্ঘষের সৃষ্টি করে। পরে আমার বাড়ি-ঘরে হামলা চালায়। এতে আমার ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তার সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান জানান, আমার বিপক্ষ প্রার্থী শওকত হোসেনের নেতৃত্বে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে আমাদের উপর চড়াও হয়ে হামলা চালায়। এতে আমার ২০ থেকে ৩০ জন সমর্থনকারী আহত হন। এদের মধ্যে অনেকে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেন নি।
জুয়েল সাহা বিকাশ/ আরএইচ/এমকেএইচ