দেশজুড়ে

পুলিশের মামলায় পুরুষশূন্য ৭ গ্রাম

দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের চৌরঙ্গী মোড়ে পুলিশের ওপর হামলা ও কাজে বাঁধার অভিযোগে ইউপি সদস্যসহ ৮০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার এড়াতে পুরুষশূন্য একালার সাতটি গ্রাম।

গত রোববার সন্ধ্যায় কাশিয়ানী থানা পুলিশের এসআই সজীব মণ্ডল বাদী হয়ে এ মামলা করেন।

তবে ঘটনায় জড়িত না থেকেও এলাকার অনেকেই আসামি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রামদিয়া বাজারের ব্যবসায়ী বিপ্লব চৌধুরী বলেন, অনেকে ঘটনার সঙ্গে জড়িত নয়। ঘটনার সময় এলাকাতেও ছিল না। এমন মানুষদের আসামি করা হয়েছে।

এদিকে পুলিশের মামলার গ্রেফতার এড়াতে ইউনিয়নের রাজপাট, বরইহাট, দৈহিসারা, বাহিরবাগ, ধোপাপাড়া, শুক্তাগ্রাম ও নাটগ্রাম গ্রাম এখন পুরুষশূন্য। গ্রেফতারের ভয়ে পুরুষ ও যুবকরা পালিয়ে বেড়াচ্ছেন। গ্রামের বাড়িঘরে অবস্থান করছেন শুধু নারী ও শিশু। গ্রামের হাট-বাজার, রাস্তা একেবারে ফাঁকা। সবার মাঝে এখন গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, উপজেলার রাজপাট চৌরঙ্গী মোড়ে সড়কে ইজিবাইক পার্কিং করা নিয়ে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও কাজে বাঁধা দেয়ায় ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

উল্লেখ্য, জেলার কাশিয়ানী উপজেলার চৌরঙ্গী মোড়ে সড়কের ওপর ইজিবাইক রাখাকে কেন্দ্র করে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বাশার মুন্সী ও ইজিবাইক চালক বরইহাট গ্রামের আরমান সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মোল্যা ও সহ সভাপতি আবুল বাশার মুন্সীর সমর্থক দুপক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাজপাট, বরইহাট, দৈহিসার, বড়বাহিরবাগ, বরইহাট ধোপাপাড়া শুক্তাগ্রাম, নাটগ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাশিয়ানী থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয়পক্ষের উত্তেজিত লোকজনের ছুঁড়া ইটের আঘাতে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও ছয় পুলিশ সদস্যসহ ৪৫ জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

এএইচ/জিকেএস