দেশজুড়ে

৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া মেজর আটক

চাকরি দেয়ার কথা বলে আট লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মাইদুল ইসলাম (৩০) নামের এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুত নাখেন্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে চাকরি দেয়ার নামে কুমিল্লা জেলার এক যুবককের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেন মাইদুল ইসলাম ।

এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে মাইদুল ইসলামকে আটক করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা হাতিয়ে নেয়ার কথা তিনি স্বীকার করেছেন।’

আরএইচ/এএসএম