ভার্চুয়াল প্লাটফর্ম ছেড়ে বিশ্বকাপ দিয়ে দীর্ঘ ১৪ মাস পর সরাসরি প্রতিযোগিতায় নামছেন শ্যুটাররা। আগামী ১৮ থেকে ২৯ মার্চ দিল্লির ডক্টর কারনি সিং শ্যুটিং রেঞ্জে হবে বিশ্বকাপ। ২০১৯ সালের ডিসেম্বরে হওয়া এসএ গেমসের পর এই প্রথম সরাসরি খেলবেন শ্যুটাররা।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন ৭ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ ফারবিন চৌধুরী। বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক শ্যুটিংয়ে অভিষেক হবে কুষ্টিয়ার রাইফেল ক্লাবের এই শ্যুটারের।
দলের অন্য ৬ জন দেশের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ শ্যুটার। বাংলাদেশ দলএয়ার রাইফেল: আবদুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও ফারবিন চৌধুরী।
এয়ার পিস্তল : শাকিল আহমেদ ও আরমিন আশা।
আরআই/এমএমআর/এএসএম