গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা ইউনিট।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক লতিফা জামাল চৌধুরীসহ নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসজে/জিকেএস