ফেনীর দাগনভূঞা উপজেলার সালাম নগরে ভাষা শহীদ আবদুস সালামের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষকে ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
এছাড়াও ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলা শহর গুলোতেও শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনারে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত।
সকালে ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রসাশক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ভাষা শহীদ সালামের গ্রামের বাড়ি দাগনভূঞার সালাম নগরের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীদে শ্রদ্ধা জানান।
পরে ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন দিগন্ত, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন ও ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম।
এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার্কর্মী, সরকারী দপ্তর, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনতা।
আরএইচ/এএসএম