গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি বঙ্গবন্ধু স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার স্কুলের শিক্ষার্থীরা ধর্ষকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে।
এসময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গিপাড়া শাখা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ডে ও সরকারি বঙ্গবন্ধু স্মৃতি বালিকা বিদ্যালয়ের সামনে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তার সহপাঠী রাইমা হক বলেন, ‘আমার বন্ধুকে মিতুল, রসুল ও রাজিব মিলে ধর্ষণ করেছে। ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই’।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গিপাড়া শাখার সভাপতি লিমন বিশ্বাস বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে’।
এসএমএম/জিকেএস