নোয়াখালীর বেগমগঞ্জে ওয়ার্কশপ মালিক শহিদুল ইসলাম শিপনকে হত্যার দায়ে মো. ইমন (১৯) নামে এক কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। এ সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. ইমন আদালতে উপস্থিত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন পানাহার গ্রামের মো. আল আমিন মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মো. ইমন নিহত শহিদুল ইসলাম শিপনের বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের রমনির হাট বাজারে ‘মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। ওয়ার্কশফের মালিক শিপন ও তার কর্মচারী ইমন বেশিরভাগ সময় ব্যবসা প্রতিষ্ঠানেই রাত্রিযাপন করতেন।
২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো ব্যবসায়ী শিপন ও কর্মচারী ইমন প্রতিষ্ঠানে ছিলেন। রাতে ইমন হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যবসায়ী শিপনকে হত্যা করে তার মোটরসাইকেল ও মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ তাকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করে এবং মোটরসাইকেলটি কুমিল্লা থেকে উদ্ধার করে।
এ ঘটনায় ব্যবসায়ী শিপনের বড় ভাই তৌহিদুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত এ পর্যন্ত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
মিহানুর রহমান/এসজে/জেআইএম