দেশজুড়ে

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুমী, সম্পাদক মোস্তফা

১৮ বছর পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ফয়সাল কাদের রুমী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।

নির্বাচনে ফয়সাল কাদের রুমী (২৯৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম শফি পেয়েছেন (১৪৪ ভোট)। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (৩৬৪) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহেদুল হক পেয়েছেন (৭০) ভোট।

এরআগে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের নির্বাহী সংসদের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাহাব উদ্দিন ফরাজী, সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া সংসদ সদস্য তানভীর ইমাম, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, মো. মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, অ্যাডভোকেট জাহিদ হোসেন, অ্যাডভোকেট আব্দুল আলিম মিয়া জুয়েল।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস