দেশজুড়ে

ভোটকেন্দ্রের বুথেই মারা গেলেন বৃদ্ধ

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুদুয়া কলাবড়িয়া ভোটকেন্দ্রে ওই বৃদ্ধ ভোট দিতে গেলে মারা যান।

নিহত ব্যক্তির নাম মো. খোরশেদ আলম (৬৫)। তিনি একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়া এলাকার জুলফিকার সাহেবের বাড়ির আবদুল কাদেরের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, খোরশেদ আলম ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রের বুথে হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ভোটকেন্দ্রের বুথেই তার মৃত্যু হয়।

সস্প্রতি কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ ওই পদে উপ-নির্বাচনে ভোগগ্রহণ হচ্ছে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার দুই হাজার ৮১৩ জন। এসআর/জিকেএস