মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম বাশার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৌর এলাকায় মোট ২২ হাজার ৬৮৫ ভোটের মধ্যে ভোট পরেছে মেয়র পদে ১৬ হাজার ৪১ ভোট ।
বি.এম খোরশেদ/এসজে/জেআইএম