দেশজুড়ে

মাথায় গাছের ডাল পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

সুনামগঞ্জের কুরবান নগর ইউনিয়নের বদিপুর গ্রামে মাথায় গাছের ডাল পড়ে শওকত আলী (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী বদিপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত আলী বিভিন্ন জায়গায় গাছ কিনে সেই গাছ কেটে কাঠ তৈরি করে বিক্রি করতেন। পৌর শহরে বড়পাড়ায় একটি কদম গাছ কিনে সোমবার বিকেলে শ্রমিক দিয়ে সেই গাছ কাটছিলেন।

অসাবধানতাবশত গাছের বড় একটি ডাল শওকত আলীর মাথায় ওপর পড়ে। গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত শওকত আলী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

লিপসন আহমেদ/এসজে/এএসএম