জন নিরাপত্তা কাজে ও দেশের জন্য জীবন দেয়া ৪৪ মহৎপ্রাণ পুলিশের অবদানকে স্মরণ করল পাবনা জেলা পুলিশ। এসময় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদেরও সংবর্ধনা দেয়া হয়।
সোমবার (০১ মার্চ) ‘পুলিশ মেমোরিয়ার ডে’ উপলক্ষে জেলা পুলিশ সুপার কার্যালয় এ আয়োজন করা হয়।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপারসহ শহীদ পরিবারের সদস্যরা।
পরে তারা একটি স্মরণ পদযাত্রা বের করেন। পদযাত্রাটি পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুলিশ লাইনস অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
পাবনা জেলা পুলিশ সুপার মোহিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা গোয়েন্দা শাখার পুলিশ সুপার খান মোহম্মদ রিজয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে পাবনায় পাক হানাদারবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ২১ জনসহ বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় আরো ২৩ জন পুলিশ সদস্য মারা যান।
আমিন ইসলাম/এসএমএম/জিকেএস