হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন বর্তমান কাউন্সিলর শেখ নূর হোসেন এবং মো. এনামুল হক। উভয়েই পরাজিত হন। এ নিয়ে তাদের পক্ষের লোকজনের মধ্যে সোমবার রাতে বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে মঙ্গলবার বিকেলে গোসাইপুর এলাকায় উভয়ের পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০জন আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান আওয়াল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তারা বিষয়টি সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেন।
সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম জানান, আগামীকাল বুধবার দুপুর ১২টায় উভয়পক্ষকে নিয়ে উপজেলা পরিষদে সালিশ বৈঠক অনুষ্ঠিত হবে। উভয়পক্ষকে তাদের মুরুব্বিদের নিয়ে হাজির থাকার কথা বলা হয়েছে। তারা আশ্বস্ত করেছে আর কেউ সংঘর্ষে জড়াবে না। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ওসি মাসুক আলী বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। সালিশ বৈঠকে জনপ্রতিনিধিরা এর সমাধান করবেন বলে জানিয়েছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম