জাতীয়

ব্র্যান্ড নকল করায় মদিনা ফুড সিলগালা

অন্যের পণ্য নকল করে তাতে আবার বিএসটিআইয়ের লাইসেন্স বসিয়ে পণ্য বিক্রি করছিল মদিনা ফুড। এর দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে সিলগালা করা হয় প্রতিষ্ঠানটি।

বুধবার (৩ মার্চ) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মদিনা ফুডকে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অন্যের ব্র্যান্ড নকল করে বিস্কুট তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় জরিমানা করা হয়েছে।

বিএসটিআই আইন-২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) সাইদুর রহমান অংশগ্রহণ করেন এবং কারখানাটি সিলগালা করেন।

এনএইচ/ইএ