দেশজুড়ে

গৃহহীনদের ঘর দেয়া বিশ্বে নজিরবিহীন : বীর বাহাদুর উশৈসিং

অসহায় মানুষের মাঝে বিনা পয়সায় গৃহ বিতরণ করা বিশ্বের কোথাও কোনো নজির নেই বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রোববার (৭ মার্চ) সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর একটি সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জেরিন আখতার, জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। বঙ্গবন্ধুর যে লক্ষ্য ছিল এদেশের স্বাধীনতা, মানুষের মুক্তি ও অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের আরও কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা এগিয়ে যাব।’

তিনি বলেন, ‘ বঙ্গবন্ধুর ভাষণে বাংলাদেশের চার মূলনীতি উঠে এসেছিল। বঙ্গবন্ধুর দেয়া ১৯ মিনিটের ভাষণে গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের শাসনতন্ত্র তৈরির আকাঙ্ক্ষা, পূর্ব বাংলার অতীত ইতিহাস, পাকিস্তানের শাসন শোষণের ইতিহাস উঠে এসেছিল। বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ।’

আলোচনা সভা শেষে বান্দরবানের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নৃত্য ও দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয়। পরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, দেশের গান প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরএইচ/এমকেএইচ