বান্দরবানের থানচিতে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের আফিমসহ ল্যাংড়া ম্রো নামে এক পাহাড়িকে গ্রেফতার করেছে বিজিবি ও র্যাবের সদস্যরা।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আড়াইটার দিকে উপজেলার বটতলা নামক স্থান থেকে আফিমসহ তাকে গ্রেফতার করা হয়। ল্যাংড়া থানচি উপজেলার ২ নম্বর তিন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রেম্বু পাড়ার রেতং ম্রোর ছেলে।
বান্দরবান বিজিবি হেডকোয়াটার্সের মেজর মো. এখলাছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানচি বাজার সংলগ্ন বটতলা নামক স্থানে অভিযান চালানো হয়। আফিম বিক্রির সময় ল্যাংড়া ম্রোকে আটক করা হয়। তার কাছ থেকে ১১ প্যাকেট আফিম পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
মেজর এখলাছুর আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদকসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, মাদকসহ ল্যাংড়া ম্রোকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসজে/এএসএম