দেশজুড়ে

বাদলের পারিবারিক কবরস্থানেই আলা উদ্দিনের দাফন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক আলা উদ্দিনের মরদেহ দাফন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় পৌর মেয়র কাদের মির্জার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনের আগে বিকেলে আলা উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়ি চরকালীতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আলা উদ্দিনে মা বাবা স্ত্রী সন্তানসহ আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।

আলা উদ্দিনের জানাজার আগে মিজানুর রহমান বাদল বলেন, ‘আওয়ামী লীগের একটি পক্ষের (কাদের মির্জা) প্রতিহিংসার গুলিতে জীবন দিতে হয়েছে নিরীহ সিএনজিচালক আলা উদ্দিনকে।’

এ হত্যাকাণ্ডের জন্য মেয়র কাদের মির্জাকে দায়ী করেন বাদল।

এরআগে নিহত আলা উদ্দিনকে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল উভয়েই নিজেদের কর্মী বলে দাবি করেছিলেন।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেল থেকেই মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুরো বসুরহাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে গুলিতে আলাউদ্দিন নিহত হন।

এসজে/জেআইএম