ভোলার ইলিশা গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন কোম্পানির বিস্কুটসহ ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ মার্চ) রাত ১২ টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা এলাকায় কাজি বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ শেখ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হাবিবুর রহমান ও শাহে আলম তাদের ওই গোডাউনে ২৫ লাখ টাকার বিস্কুট রাখেন। যা শনিবার (১২ মার্চ) সকালে ভোলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাইকারি হারে বিক্রি করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোডাউনে থাকা সব মালামাল পুড়ে যায়।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমকেএইচ