একজন চা দোকানদার আমার জন্য ওষুধ নিয়ে এসেছেন, সেই ওষুধদাতাকেও গ্রেফতারের অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।
শনিবার (১৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশাসন একতরফাভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমার সাত থেকে আটজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে।’
পরে পৌর ভবন থেকে বের হয়ে নেতাকর্মীদের নিয়ে বসুরহাট বাজারের দিকে যান মেয়র আবদুল কাদের মির্জা। এসময় বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান কাদের মির্জা। তিনি বলেন, একরাম-নিজাম অস্ত্র পাঠিয়েছে আমাকে মারার জন্য। এমনকি শুক্রবারও এমপি একরামুলের বাড়িতে এ নিয়ে বৈঠক হওয়ার দাবিও করে এ আলোচিত মেয়র।
এ ব্যাপারে জানতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর মোবাইলে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়েও কোন সাড়া মেলেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ সন্দেহভাজন সাতজনকে আটক করেছে। এরা আবদুল কাদের মির্জার লোক কিনা আমাদের জানা নাই। যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরএইচ/জেআইএম