নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাল খেতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম মাইরচরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মোশারেফ হোসেন (৪০) সোনাদিয়া ইউনিয়নের মধ্যশ মাইরচরা গ্রামের বাগারিগো বাড়ির মুন্সি আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং তিন সন্তানের জনক ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারেফ হোসেন ও তার দুই ভাই একই খেতে খেসারির ডাল চাষ করতেন। এই ডাল তোলা নিয়ে তাদের ভাইয়ে-ভাইয়ে মারামারির ঘটনা ঘটে। এসময় মাথায় আঘাত পেয়ে মোশারেফ ঘটনাস্থলেই মারা যান।
একপর্যায়ে তার স্ত্রী এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের স্ত্রী পান্না বেগম তার স্বামীর মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি জানিয়ে হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নিহতের পরিবার প্রাথমিকভাবে এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলছে।
তিনি আরও বলেন, কৃষকের মৃত্যু নিয়ে পরিবার ও স্থানীয়রা ভিন্ন কথা বলছে। তাই খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
রোববার (১৪ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এসএমএম/জিকেএস