দেশজুড়ে

পাঁচ হাজার ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) সকালে পৌর শহরের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার এনায়েতপুর আদর্শ গ্রামের বাহাদুর রহমানের ছেলে রাসেল (২৮) ও তার বোন রাশিদা খাতুন (২৭)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটা বড় চালান উল্লাপাড়ায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে শ্রীকোলা মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। রোববার সকালে চেকপোস্ট দেখে গাড়ি থেকে নেমে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। ওই সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা প্রথমে ইয়াবার চালান সম্পর্কে অস্বীকার করলেও তাদের দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে তারা প্রতিনিয়ত ইয়াবার চালান এনে উল্লাপাড়ায় সরবরাহ করতো।

এছাড়া আটককৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জিকেএস