দেশজুড়ে

অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জহুরুল ইসলাম সরদার (৩৯) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় মামলার বাদীকে এক লাখ টাকা জরিমানা দেয়ারও আদেশ দেয়া হয়।

রোববার (১৪ মার্চ) দুপরে আসামির অনুপস্থিতিতে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জহুরুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের মৃত মহর আলী সরদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী বলেন, ‘২০০৫ সালের ১২ এপ্রিল বিকেলে ওই উপজেলার বানাইচ আলীপুর গ্রামের ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের জহুরুল ইসলাম অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুর পিতা আবুল কালাম আজাদ বাদী হয়ে ২০০৫ সালের ১৪ এপ্রিল তারিখে ক্ষেতলাল থানায় পৃথক দুটি মামলা করেন।

রাশেদুজ্জামান/এসজে/এমকেএইচ