ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এরিয়া কার্যালয়ে এক ব্যবস্থাপকসহ ৮ জনকে বদলি করা হয়েছে। কী কারণে একসাথে বড় ধরনের বদলি হয়েছে তা আদেশে উল্লেখ না থাকলেও অনিয়ম-দুর্নীতির কারণে এ আদেশ জারি হয়েছে বলে মনে করছেন গ্রাহকরা।
রোববার বাখরাবাদের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) বিমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ৮ জনকে প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় বদলি করা হয়।
এরা হলেন- ব্যবস্থাপক (রাজস্ব) আবুল বসর ভূঞা, সহকারী প্রকৌশলী নুর করিম, সহকারী ব্যবস্থাপক (কারিগরী) শাহাদাত হোসেন ও সৈয়দ আমান, বিক্রয় সহকারী জামাল উদ্দিন, টেকনেশিয়ান নুরুল আলম, রেকর্ডকিপার কামরুল হাসেম মজুমদার ও পরিচ্ছন্নকর্মী গগন লাল। প্রত্যাহার হওয়া ও এসব পদে পদায়ন হওয়া কর্মকর্তা-কর্মচারীরা রোববার নতুন কর্মস্থলে যোগদানও করেছেন।
এর আগে গিয়াস উদ্দিন নামে এক টেকনেশিয়ানের দুর্নীতির প্রমাণ মেলায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে ফেনী বাখরাবাদ থেকে বদলি হওয়া কর্মকর্তারা এ বদলিকে ডিপার্টমেন্টের নিয়মিত কার্যক্রম বলেই দাবি করছেন। কোনো অনিয়মের কারণে এ বদলি হয়নি বলে মনে করেন তারা।
এর আগে বেশকিছু দিন ফেনী বাখরাবাদ অফিসের নানা অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসছিল।
এফএ/জিকেএস