প্রতিনিধি
যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৮) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় যশোর সদর উপজেলার রূপদিয়ার ঘোড়াগাছি গ্রামের ভৈরব নদের কচুরিপনার মধ্য থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালী পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় মরদেহটি ভৈরব নদ থেকে উদ্ধার করে ময়নাতদন্তর জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন না কেউ তাকে হত্যার পর মরদেহ নদীতে কচুরিপনার মধ্যে ফেলে গেছে, তা তদন্তের পরে বলা যাবে।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস্ বলেন, মরদেহ সম্পূর্ণ গলে গেছে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরে হত্যা না আত্মহত্যা জানা যাবে।
মিলন রহমান/এমএসএইচ