দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হালচাষ করার সময় আলু কুড়াতে গিয়ে ট্রাক্টরের লাঙলের ফলায় কাটা পড়ে কিবরিয়া হাসান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দামাইক্ষেত্র গ্রামের ফরিদুলের ক্ষেতে আলু তোলার পর ট্রাক্টর দিয়ে হালচাষ করা হচ্ছিল। ওই জমিতে শিশু কিবরিয়া আলু কুড়াতে যায়। আলু কুড়ানোর এক পর্যায়ে ট্রাক্টরের লাঙলের ফলায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় সে।
মরদেহ পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে গেছে বলেও জানান তিনি।
এমদাদুল হক মিলন/এসজে/এমএস