দেশজুড়ে

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

যশোরের বেনাপোলে ট্রাকচাপায় আসাদুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) যশোর-বেনাপোল মহাসড়কের দখালি কালীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত আসাদুর রহমান যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা পূর্বপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও আহত ব্যক্তির নাম মো. শাহাজান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে করে দুইজন যশোর থেকে বাগআঁচড়ায় ফেরার পথে গদখালি কালিবাড়ি এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আসাদুর নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। অপরজন আহত হন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস