ফরিদপুর জেলার সদর উপজেলার জ্ঞানদিয়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তুহিন শেখ (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) সুনীল কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জ্ঞানদিয়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন শেখকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
এসজে/এএসএম