বরগুনার তালতলীতে ইসমাইল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে তালাবদ্ধ করে মারধর করার অভিযোগ উঠেছে রুচিতা হোটেলের মালিক মঞ্জু মিয়া ও তার কর্মচারীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় সদরের রুচিতা হোটেলে এ ঘটনা ঘটে।
আহত ইসমাইল উপজেলার বরবগী ইউনিয়নের বাসিন্দা জালাল কসাইর ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইসমাইল নাস্তা করতে রুচিতা হোটেলে আসেন। কিন্তু তাকে নাস্তা না দিয়ে প্রায় আধাঘণ্টা বসিয়ে রাখা হয়। এতে ইসমাইলের সঙ্গে কর্মচারীদের তর্ক বাধে। একপর্যায়ে ওই হোটেলের এক কর্মচারী হারুন তাকে কিল-ঘুষি মারে।
পরে হোটেলের মালিক মঞ্জু মিয়া হোটেলের শাটার বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে ইসমাইলের মাথা ফাটিয়ে দেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রুচিতা হোটেলের মালিক মঞ্জু মিয়া জানান, ‘ইসমাইল আমার কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেছে। পরিস্থিতি থামানোর জন্য গেলে আমাকেও গালিগালাজ করে। একপর্যায়ে হোটেলের একটি খুঁটির সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে যায়। তাকে কেউ লোহার রড দিয়ে পেটায়নি’।
এছাড়া শাটার বন্ধ করে মারধরের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আশেপাশের লোকজন দোকানের ভেতরে ঢুকে ভিড় করায় শাটার বন্ধ করে দেয়া হয়েছিল। তবে তাকে মারধর করা হয়নি’।
তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তুলে ইসমাইল হোসেন বলেন, ‘মঞ্জু ও তার হোটেলের কর্মচারীরা হোটেলের শাটার বন্ধ করে আমাকে মারধর করে ও লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেয়’।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসএমএম/এএসএম