মুন্সিগঞ্জের সিরাজদিখানে রান্নাঘরে আগুনে পুড়ে মারা গেছেন মো. তৈয়ব আলী (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবক।
শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়িহাজি গ্রামে এ ঘটনা ঘটে। সে বড়িহাজি গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী তৈয়ব আলী রান্নাঘরেই বসবাস করতেন। সকালে রান্নাঘর থেকে তার শরীরে আগুন লেগে যায়। মুহূর্তেই পুরো শরীর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালালউদ্দিন জানান, বিষয়টি এখনো আমাদের কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরএইচ/জেআইএম