দেশজুড়ে

বোনের সঙ্গে অভিমান করে দিনমজুরের আত্মহত্যা

ফেনীর সোনাগাজীতে মো. ইসমাইল হোসেন (৪৫) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) সকালে উপজেলার খোন্দকার গ্রামের খাল পাড়ের একটি কড়ই গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সোনাগাজী সদর ইউনিয়নের চর খোন্দকার গ্রামের সৈয়দ বলি বলি বাড়ির আবু তাহেরের ছেলে। ইসমাইল হোসেন চার সন্তানের জনক।

পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির পুকুরে মাছ চাষের টাকার ভাগাভাগি নিয়ে শনিবার (২০ মার্চ) রাতে বোন জোহুরা বেগমের সঙ্গে ইসমাইলের ঝগড়া হয়। বোনের উপর অভিমান করে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখে পেয়ে পুলিশে খবর দিলে তারা সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

আরএইচ/জেআইএম