ওমর সানি-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের টেলিছবিতে অভিনয় করছেন ওমর সানি। টেলিছবিটির নাম ‘ডেস্টিনেশন’। টেলিছবিটির বডিগার্ড চরিত্রে অভিনয় করছেন ওমর সানি। শুটিং শুরু হবে আগামী মাস থেকে। ছেলের কাজে গর্বিত পিতা। ওমর সানি টেলিছবির নিজের চরিত্রের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ওমর সানি লিখেছেন, তোমাকে নিয়ে গর্বিত বাবা, তোমার সাথে কাজ করার জন্য অপেক্ষা করছি। দেখতে চাই তুমি আসলেই বাপকা বেটা।