দেশজুড়ে

বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের পর দমকলবাহিনী ও পাওয়ার প্ল্যান্টের অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্লান্টের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিক নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির আহমেদের নেতৃত্বে একদল দমকল বাহিনী ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির আহমেদ বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদ আহম্মেদ বলেন, ‘পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস