দেশজুড়ে

স্বাধীনতা দিবসে আ.লীগের দু’গ্রুপের সভা, প্রশাসনের নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভার আবেদনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সোমবার (২২ মার্চ) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নূসরাত জাহান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেন। অপরদিকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী একইদিন ‘বঙ্গবন্ধু স্বাধীনতা গোল্ডকাপ’ উপলক্ষে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেন।

একইস্থানে দুটি অনুষ্ঠানের অনুমতি চাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ সুপার, জেলার বিশেষ শাখার মতামতের ভিত্তিতে আগামী ২৬ মার্চে কোনো অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হলো না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই নিষেধাজ্ঞাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দু’গ্রুপই তাদের আন্দোলন অব্যহত রেখেছে। এতে যেকোনো সময় তাদের মাঝে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

মীর আব্দুল আলীম/এসএমএম/জেআইএম