হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এস আই সুনজিত চন্দ্র নাথসহ একদল পুলিশ পৌর এলাকার নিজগাও হরিজন পল্লীতে বিশেষ অভিযান চালায়।
এ সময় জুয়া খেলারত অবস্থায় নিজগাও গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আবুল মিয়া (৩৮), একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মো. ইদ্রিস আলী (৫৫), দাউদনগর বাজারের মৃত মনা রবি দাসের ছেলে সুমন রবি দাস (৩০), ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সোনামোড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. আলী নেওয়াজকে (৩৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ টাকা ও তাস জব্দ করা হয়।মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।
কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এএসএম