দেশজুড়ে

অটোবাইক চালকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলে অটোবাইক চালকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার বিরল উপজেলার ৩নং ধামইড় ইউপির ধুকুরঝাড়ী কলেজের সামনে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের হাত-পা এবং গলা রশি ও বিদ্যুতের ক্যাবল দিয়ে শক্ত করে বাঁধা ছিল।

নিহত যুবকের নাম রাকিব হোসেন (২৫)। তিনি দিনাজপুর কতোয়ালী থানার মির্জাপুর বাস টার্মিনাল এলাকার নজরুল ইসলামের ছেলে।

লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বাড়ি থেকে অটোবাইক নিয়ে বের হয় রাকিব হাসান। পরে কোনো প্রকার সন্ধান না পাওয়ায় গভীর রাতে দিনাজপুর কতোয়ালী থানায় জিডি করা হয়। সকালে বিরলে লাশ উদ্ধারের খবরে পরিবারের লোকজন তাকে শনাক্ত করনে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব লাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম