জোকস

আজকের জোকস : মেয়ের মাকে প্রেমের প্রস্তাব!

মেয়ের মাকে প্রেমের প্রস্তাব!বল্টু একটি মেয়ের প্রেমে পড়েছে। প্রতিদিন বিকেলে মেয়েটির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সেজেগুজে স্মার্ট হয়ে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে শপিং করতে যাচ্ছে। তখন বল্টু দৌড়ে গিয়ে পেছন থেকে বলল-বল্টু: ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি বাঁচব না।মেয়ে: ওরে হতচ্ছাড়া, আমি মেয়ে না, মেয়ের মা!বল্টু: ওরে হতচ্ছাড়ি, আমি ছেলে না ছেলের বাবা!

****

যে তালা কখনোই খোলে নাক্রেতা: এটা কী তালা দিয়েছেন, সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায়! এমনকি সেফটিপিন ঢুকালেও খোলে!বিক্রেতা: তাহলে ভাই এই তালাটা নেন, আর সমস্যা হবে না।ক্রেতা: এটা ভালো তো?বিক্রেতা: ভালো মানে? এই তালা একবার মারলে এটার নিজের চাবি দিয়াও খোলা যায় না!

****

গরু ঠিকই মাগনা দেবেএক সকাল বেলা এক লোকের ‘মাগনা গরু, মাগনা গরু, মাগনা গরু’ চিৎকারে সবাই তড়িঘড়ি করে ছুটে এলো- কী ব্যাপার, দেখার জন্য। সবার সামনে সে একইভাবে চিৎকার করে চলেছে- ‘মাগনা গরু, মাগনা গরু, আস্ত, জ্যাতা, তারতাজা গরু, একেবারে মাগনা।’

তখন সবাই ধরল, ‘কোথায় পাওয়া যায় মাগনা গরু?’ আমরা আনব। চলেন সবাই।লোকটি তখন আস্তে আস্তে বলল, ‘গরু ঠিকই মাগনা দেবে, তবে সেটা আনতে হবে সৌদি আরব থেকে।’

এসইউ/এএসএম