বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পক্ষ থেকে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৩টায় পৌর মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পরে বিকেল সোয়া ৩টায় পৌরসভার নীচে বটতলায় ওই অনুষ্ঠান করতে গেলে পুলিশ সেখানেও বাধা দেয়।
কাদের মির্জা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ৬০ দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের কথা ছিল। পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে তিনি দুইজন মহিলার হাতে দুটি সেলাই মেশিন তুলে দিয়ে বাকিগুলো বাড়ি বাড়ি পৌঁছানোর ঘোষণা দেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জাগোনিউজকে বলেন, কোম্পানীগঞ্জে দুই পক্ষের মুখোমুখি কর্মসূচিতে উত্তেজনার মুখে সব অনুষ্ঠান স্থগিত রাখতে বলা হয়েছে। কিন্তু আবদুল কাদের মির্জা সেই নির্দেশনা উপেক্ষা করে সেলাই মেশিন বিতরণ করতে গেলে পুলিশ তা করতে দেয়নি।
এদিকে কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, কাদের মির্জা নিজেই অপরাজনীতির হোতা। প্রশাসন দুপক্ষের সব অনুষ্ঠান স্থগিত রাখতে বললেও তিনি (কাদের মির্জা) বিভিন্ন অজুহাত দিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।
এএইচ/এএসএম