দেশজুড়ে

নাতির জন্মে মিষ্টি আনতে গিয়ে সড়কে প্রাণ গেল দাদার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিবাহী ট্রাকচাপায় আমিনুল হক ভূঁইয়া নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল হক আধুরিয়া এলাকার মিয়াজানের ছেলে। তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক উত্তম কুমার জানান, আওয়ামী লীগ নেতা আমিনুল হকের মেয়ের ঘরে নাতি হয়েছে। এ আনন্দে দুপুর ১২টার দিকে ভুলতা বাজার থেকে মিষ্টি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে রিকশাযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক রিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আমিনুল হক মারা যান। এ সময় রিকশাচালক গুরুতর আহত হন।

ট্রাক ও ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মীর অব্দুল আলীম/এসজে/জিকেএস