সাতক্ষীরার দেবহাটায় ঢাকাগামী বাসের ধাক্কায় সমিত রায় (৭০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমিত রায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি একই উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মৃত কালিপদ রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিক্ষক বাজারের উদ্দেশ্যে গাজীরহাট বাজারে আসেন। কাজ শেষে সাইকেলে বাড়ির ফেরার পথে গাজীরহাট গরানবাড়িয়া মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক গাড়ি জব্দ করে থানায় আনা হচ্ছে। আর মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এসএমএম/এমএস