সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২'র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা হাইওয়ে সড়কের গোলকপুর অতিথি আবাসিক হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়িতে অভিযান চালায়। এসময় ট্রাকটি থামানো হলে গাড়ি থেকে চালক নাসিম বিশ্বাস ও হেলপার হৃদয় পালিয়ে যান।
এরপর ট্রাকটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস