দেশজুড়ে

রাতের আঁধারে মাটি কেটে বিক্রি, আ.লীগ নেতার দুই লাখ জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে আবুল কালাম আজাদকে (৪৫) দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার থলপাড়া এলাকায় অভিযান চালিয়ে অর্থদণ্ডের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন।

আবুল কালাম আজাদ ফতেপুর ইউনিয়নের কুরনি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আদালত সূত্র জানায়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে থলপাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে রাতের আধারে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। মাটি ভর্তি ট্রাক চলাচলের কারণে কুরনি-ফতেপুর সড়কের ব্যাপক ক্ষতি ও ধুলায় রাস্তার পাশের ঘরবাড়িতে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে দুই লাখ টাকা জরিমানা করেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এস এম এরশাদ/আরএইচ/এএসএম