দেশজুড়ে

হিলি সীমান্তে বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার বিজিবির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ মার্চ) সকালে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওমা রামের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী বলেন, সীমান্তে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ মিলে মিশে সীমান্তে তাদের দায়িত্ব পালন ও দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি। এ জন্য আমরা প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম