জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের রেজিষ্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে তাদের মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে আরও পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মোস্তফা ও জেলা যুবদলের সদস্য কামাল হোসেন।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
আরিফ উর রহমান টগর/এসএমএম/এএসএম