দেশজুড়ে

নড়াইল আদালতে লতিফকে হাজিরের নির্দেশ

হজ, মহানবী (সাঃ) ও তাবলীগ-জামায়াত সম্পর্কে কটুক্তি করায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এবার নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা প্রফেসর উজির আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পরে নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. সালেহুজ্জামান আগামী বছরের ২০ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরের জন্য সমন জারি করেছেন।মামালার আইনজীবী অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় উজির আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ।গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির মতবিনিময় অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলীগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করেন।