দেশজুড়ে

রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) সকালে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে ভূলতা ফ্লাইওভার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলামের বাড়ি বগুড়া জেলার সদর থানার বাঘপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত অলির ছেলে।

পুলিশ জানান, ভূলতা ফ্লাইওভার দিয়ে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-২৮৬৩) সাথে গাউছিয়া মার্কেট থেকে আসা মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-১৪৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মদনপুর থেকে আসা ট্রাকের চালক শফিকুল ইসলাম নিহত হন।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনার পর মরদেহ স্বজনরা তাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে গেছে।’

মীর আব্দুল আলীম/আরএইচ/জিকেএস