হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার (২৮ মার্চ) দুপুরে পৌর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
পৌর সচিব ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
সৈয়দ মোফাজ্জেল সাদাত মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম