জাগোনিউজ২৪ ডটকম-এর জেলা প্রতিনিধি আব্বাস আলীকে সভাপতি ও দৈনিক রাজশাহীর সংবাদ-এর মান্দা উপজেলা প্রতিনিধি আপেল মাহমুদ হ্যাপিকে সাধারণ সম্পাদক করে মান্দা উপজেলা প্রেস ক্লাবের কমিটি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে মান্দার ফেরিঘাটে অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি আব্দুল মজিদ মণ্ডল সম্রাট (বিজয়টিভি/আজকের বসুন্ধরা), বুলবুল আহমেদ (দৈনিক সকালের সময়) এবং এ বি এম হাবিবুর রহমান (স্বাধীন সংবাদ/ডেইলি সিটিজেন টাইমস), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন (ভোরের কাগজ/রাজশাহীর আলো), যুগ্ম সম্পাদক রায়হান আলী (বাংলাদেশের আলো/ এশিয়ান টিভি), মোফাজ্জল বিদ্যুৎ (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক সুলতান আহমেদ (অবজারভার/স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াসিম রাজু (বঙ্গটিভি/দৈনিক পরিবর্তন সংবাদ), দফতর সম্পাদক রওশন আলম (দৈনিক আমার সংবাদ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন, কাজী কামাল হোসেন (আনন্দ টিভি/সংবাদ) ও আবু রায়হান (দৈনিক আলো প্রতিদিন)।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপিত নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক অধ্যাপক ডা. এস এম ফজলুর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানসহ অন্যান্যরা।
আব্বাস আলী/এএইচ/এমকেএইচ