নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাস্তায় স্ট্রোক করে তারেক আজিজ রবিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুত্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাটের রাস্তায় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি।
রবিন উপজেলার ৭ নম্বর চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা হাজীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সৈকত সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে রবিন নাস্তা করে বাজারের উদ্দেশে ঘর থেকে বের হন। বাজারের অদূরে রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে সেখানেই স্ট্রোক করেন।
৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআর/এএসএম